Tuesday, March 15, 2011

মাত্র কয়েকলাইনের ব্লগ লিখে ৫০০ এরও বেশী জনপ্রিয় Search Query তে গুগল সার্চে প্রথম ১০ এ – আমার সেরা অনলাইন এসইও

গত কয়েকমাস আগে আমার একটি ব্লগে ভারতের টিভি চ্যানেল স্টার প্লাস এর একটি জনপ্রিয় অনুষ্ঠানের টাইটেল সং নিয়ে মাত্র কয়েকলাইনের ব্লগ লিখে ৫০০ এরও বেশী জনপ্রিয় Search Query তে গুগল সার্চে প্রথম ১০ এ অবস্থান পাই। যা কিনা এযাবত আমার সেরা অনলাইন এসইও ও বটে। আর ভারতের মত একটি দেশের সবচাইতে জনপ্রিয় টিভি চ্যানেল এর জনপ্রিয় শোতে এত ভাল অবস্থানে থাকলে এডসেন্স এর সাফল্য আর বলার প্রয়োজন নাই।
istock_000003986459medium-462x306
আমি গত কয়েকমাস অফলাইন অপটিমাইজেশন এবং মার্কেটিং এর সুফল এতটাই ভোগ করেছি যে অনলাইন অপটিমাইজেশন এর কথা অনেকটা ভুলেই গিয়েছিলাম। কিন্তু গত কিছুদিনে অফলাইন অপটিমাইজেশন নিয়ে অনেকেই আপত্তি তুললে এবং সমালোচনা করলে তার থেকে কিছুটা পিছু হটে আসি। এসব অভিজ্ঞতা থেকে দেখলাম আসলে যে আমি অতটা গাধা একেবারে না তা প্রমান করা উচিত তাই আমার দুশতাধিক ব্লগ নিয়ে অপটিমাইজেশনে নেমে পড়লাম এবং সপ্তাহখানেক পড়েই পেতে থাকলাম সাফল্য। তবে এর মধ্য একটি ব্লগের একটি আর্টিকেলের সাফল্য ছিল আকাশচুম্বী। ওই আর্টিকেলে যেসব জনপ্রিয় Search Query তে ভাল করছি তা Star Plus, Perfect Bride (সেই জনপ্রিয় শো) Song, Kailash kher এর সংশ্লিষ্ট তো বোঝাই যায় কতটা জনপ্রিয় কী-ওয়ার্ড। আজ সেটার বিস্তারিত এবং কি তার কারন তাই লিখব। ও কথা বলার আগে প্রমান দিয়ে নেই কারন অনেকের ব্লগে এরকম সাফল্যের কথা শুনলেও বাস্তবে ওইসব ব্লগে তা মন হয় নি। তাই গুগল ওয়েবমাষ্টার থেকে কীওয়ার্ড পজিশন এর একটি স্ক্রীনশট দেই।
untitled
এখন বলি এই সাফল্য এর পেছনে কি কি কারন কাজ করেছেঃ
  • প্রথম যে কারন তা হল এ বিষয়ে লক্ষ লক্ষ সাইট হয়েছে কিন্তু আমি এগুলো হওয়ার কিছুটা আগেই এই ব্লগটি তৈরী করি। মানে সার্চ ইঞ্জিনে আগে ইনডেক্স করতে পারা অন্যতম একটি কারন। তাই যে কোন বিষয় অনেকে শুরু করার একটু আগেই যদি শুরু করা যায় তাহলে এমন সাফল্য নিশ্চিত।
  • এরপর দ্বীতিয় যে কারন তা হল ওই আর্টিকেলের লিংকেই রয়েছে সার্চ কুয়েরি এর গুরুত্বপূর্ণ অংশ। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ কারন।
  • আর তৃতীয় কারন টা হল সার্চ কুযেরিতে আসতে পারে এমন প্রতিটি শব্দই আর্টিকেলে দেয়া এমনকি ভুল বানানটিও। তাই প্রতিটি সার্চেই এটি আসায় এর অবস্থান ক্রমেই উন্নতি হয়েছে।
  • এগুলো ঠিক রাখার পর ব্যাবহার করেছি গুগলের এই ট্রিকসটি।
  • ও এছাড়া আরো একটি কারন হল আঞ্চলিক শব্দও উল্লেখ করা।
  • এরপর এডে ক্লিক পাওয়ার অন্যতম কারন হল পাঠককে সন্তুষ্ট করা অর্থাৎ তার প্রত্যাশিত জিনিসটি দেয়া।

মাত্র ১০-২০ মিনিটে গুগলে সাইট সাবমিট করুন।


মনে করুন আপনার একটি সাইট আজই গুগলে সাবমিট করা দরকার।কিন্তু করবেন কি গুগল তো সচারাচর অধিক জনপ্রিয় সাইট ছাড়া দ্রত পেজ Index করে না।তাতে কি হয়েছে। আপনার অতি মূল্যবান সাইটটা কিন্তু আপনি ১০-২০ মিনিটের মধ্যে গুগলে সাবমিট করতে পারবেন যদি নিচের কলাকৌশল গুলো দেখেন
আমরা জানি গুগল এমন একটি শক্তিশালী সার্চ ইঞ্জিন যাতে web site Submit না করলে ও আনেক সময় নিজ থেকে Index করে ।সাধারণ ভাবে গুগল একটি url কে ২ ভাবে চেনে
১।URL সাবমিটের মাধ্যমে
২।অন্য কোন জনপ্রিয় সাইট থেকে। এখানে আমি আপনাদের কে ২ ন পদ্ধতির কথা বলব।
আমরা আনেকে জানি যদি আপনার Web Site টির Address যদি কোন জনপ্রিয় সাইট থেকে থাকে তাহলে গুগল তা করার চেসটা করবে।Index কেননা গুগল বট যখন web siteটি ঘুরে দেখে তখন সে অন্য Active লিংক গুলোও Index করতে চায়।এই পদ্ধতি গুগল ঠিক তখনেই দ্রত করে থাকে যখন কোন একটা Web Site সবসময় কমপখে ২০০ ভিজিটরের বেশি Online থাকে এবং যাদের পেজ রেঙ্ক বেশ ভালো।এ সকল পেজ গুলো গুগল প্রতি মূর্হতে Index করে থাকে। বিশেষ করে যখন কোন নতুন বিষয় বা কনটেন্ট যোগ হয় গুগল তা মাত্র ১০-২০ মিনিটে Index করে ফেলে।আর আপনাকে এই সুযোগটাই কাজে লাগাতে হবে।
আমাদের দেশে এমন অনেক সাইট আছে যেগুলো তে সবসময় প্রচুর ভিজিটর online এ থাকে।আমি এখানে কেবলকিছু দেশীয় বাংলা ব্লগের কথা বলব।যেমন প্রথম আলো ব্লগ,টেকটিউন,সামহ্য়্যার ইন ব্লগ,আমার ব্লগ,সচালায়তন ইত্যাদি।এ সকল ব্লগের পেজ রেঙ্ক ভালো।
এখন আপনি এ সকল ব্লগে গিয়ে আপনার website টি নিয়ে পোষ্ট করুন।ব্যস হয়ে গেল।আশা করা যায় ১০-২০ মিনিটের মধ্যে আপনার সাইটটি গুগলে চলে আসবে।এটি দেখার জন্য আপনি সার্চে গিয়ে site:আপনার website এর নাম দিয়ে সার্চ করুন।দেখুন আপনার সাইটটি গুগল Index করে ফেলেছে।(যদি Index করার জন্য সকল শর্ত আপনার সাইটে থেকে থাকে)।এভাবে আপনি যেমন আপনার সাইটটি গুগলে খুব তাড়াতাড়ি আনতে পারবেন সেই সাথে সেখান থেকে অনেক ভিজিটর পাবে
তবে এখানে একটি কথা বলে রাখি,ব্লগ গুলোতে পোষ্ট করার সময় অবশ্যই ব্লগিং এর নীতিমালা অনুসরণ করে পোষ্ট করুন।যেমন
১।অযথা যেখানে সেখানে আপনার লিংক দিবেন না।
২।ভিজিটররা যাতে করে বিরক্ত না হয় সেই দিকে নজর রাখুন।ইত্যাদি
কেবল যে আপনার সাইট টি নিয়েই পোষ্ট করবেন তা কিন্ত নয়,আপনি যেকোন একটি বিষয়ে পোষ্ট করার পর পোষ্ট এর প্রথমে বা শেষে আপনার লিংক দিয়ে দিন এতেও হবে।
আমার এই পোস্ট মূলত SEO নিয়ে হলেও এর মধ্যমে সবাইকে বাংলায় ব্লগিং করার জন্য অনুরোধ জানাচ্ছি।যদি আপনাদের কাজে লাগলে দয়া করে মন্তব্য করবেন। সবাইকে ধন্যবাদ।

Easy to earn money by PTC

অনলাইন থেকে অর্থ উপার্জনের ইচ্ছা কার না হয়? কিন্তু খুঁজে পাচ্ছি না সঠিক কোন মাধ্যম। যা দু-একটা জেনেছি তাও আবার বেশ জটিল কাজে পূর্ন। সবচেয়ে সহজ হিসেবে শুনেছিলাম পিটিসি নামক সাইটের কাহিনী। সত্যি বলছি খুবই সহজ, শুধুমাত্র এ্যাড দেখলেই ডলার। শুরু করে দিলাম কাজ। কিছুদিন পরে দেখলাম সাইট খুঁজে পাচ্ছি না কিংবা ডলার উত্তলোনের জন্য রিকোয়েষ্ট করেছি কিন্তু হাতে আসছে না। অর্থাৎ ডলার শুধু ডলারই থেকেছে কখনো টাকা হল না।
 এরকম কমেন্ট যারা আজও মনে লালন করছেন মূলত তাদের জন্যই দিচ্ছি এই পিটিসি সাইট দুটির ঠিকানা। সাইট দুটির নাম হচ্ছে onbux এবং neobux। সাইট দুটি বেশ পরিক্ষীত এবং নিয়মিতই পেমেন্ট করে থাকে। তবে শুরুতেই বলে নিচ্ছি, বেশ জটিল সব সিষ্টেম দ্বারা তৈরি করা হয়েছে সাইট দুটি। একটি আইপি থেকে মাত্র একবারই রেজিষ্ট্রেশন করা যাবে। আর যারা কোন মোবাইল কোম্পানির লাইনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন তারা হয়তো রেজিষ্ট্রেশনই করতে পারবেন না। এজন্য যারা ব্রডব্যান্ড লাইন ব্যবহার করেন এবং ইউনিক আইপি আছে তারাই শুধু এই সাইট দুটি থেকে আয় করতে পারবেন। বিকল্প আরেকটি উপায় হচ্ছে ইউনিক আইপি যুক্ত কোন কম্পিউটার থেকে রেজিষ্ট্রেশন করে নিজের পিসিতে কাজ করা। তবে কাজ করতে সমস্যা হলে, না করাই ভাল।
 Onbux সাইটে রেজিষ্ট্রেশন ও কাজের প্রক্রিয়া:
১. onbux লিঙ্কটিতে ক্লিক করে সাইটে প্রবেশ করুন।
২.যথারীতি প্রয়োজনীয় তথ্য দ্বারা সাইটের রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন।
৩. ইমেইল ভেরিফিকেশন দরকার হলে আপনার মেইল এ্যাড্রেসে প্রবেশ করে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করুন।
৪. এবার আপনার ইউজার নেইম এবং পাসওয়ার্ড দ্বারা লগইন করুন।
৫. View ads বাটনে ক্লিক করুন। একটি করে এ্যাডে ক্লিক করুন এবং একটু অপেক্ষা করুন।
৬. ABCD যুক্ত কিছু লেখা আসবে বামে যে লেখাটি আসবে ডান পাশে সেটিতে ক্লিক করুন এবং অর্জিত ০.০১ সেন্ট দেখান পর্যন্ত অপেক্ষা করুন।
৭. এখানে ৪-৫ টি এ্যাড থাকবে দেখা শেষে My account বাটনে ক্লিক করে দেখুন আপনার সর্বমোট উপার্জন।
৮. সবশেষে লগ আউট করে সাইট থেকে বের হয়ে আসুন।
 হয়তো অনেকে ভাবছেন চারটি এ্যাড দেখে মাত্র চার সেন্ট! আসল কথা হচ্ছে পিটিসি সাইটগুলোতে অধিক পরিমানে উপার্জন নির্ভর করে আপনার রেফারেল এর উপর। অর্থাৎ যত বেশি রেফারেল তত বেশি উপার্জন। আপনার একজন রেফারেল নিজে এ্যাড দেখে যত আয় করবে তার অর্ধেকটাই যোগ হবে আপনার একাউন্টে। ধরুন, আপনি এ সাইটে প্রতিদিন এ্যাড দেখছেন চারটি। আর আপনার রেফারেল আছে মাত্র বিশজন। তখন আপনার মোট আয় হবে মাস শেষে:
আপনি নিজে ----------- ৪x৩০=১২০টি  অর্থাৎ  ১২০ সেন্ট
২০ জন রেফারেল (২০x৪)x৩০=২৪০০টি অর্থাৎ ২৪০০ সেন্ট
...........................................................................................................
                          মোট=২৫২০ সেন্ট বা ২৫.২০ ডলার
এটিতো গেল মাত্র বিশ জন রেফারেল এবং একটি সাইটের বর্ননা। এরকম আরও দু-তিনটি ভাল সাইটে কাজ করতে পারলে আপনার সফলতা নিশ্চিত।
প্রত্যেকটি সাইটে থাকে গোল্ডেন মেম্বার হওয়ার সুবিধা। যার জন্য আপনাকে করতে হবে কিছু বিনিয়োগ। বিনিময়ে আপনি পাবেন বেশি পরিমানে এ্যাড দেখা এবং অনেক বেশি রেফারেল রেন্ট এবং বৃদ্ধির সুবিধা। যা আপনার আয়ের পরিমানকে বাড়িয়ে দিবে অনেক গুন। তবে একটি সাইটে ঢুকেই সেখানে বিনিয়োগের পরামর্শ কাউকে দিচ্ছি না। তবে হ্যাঁ, ছোট আকারের সফলতার পরে এ সাইটে বিনিয়োগ করেও আয়ের পরিমান বাড়িয়ে নিতে পারেন। onbux  এ অনেকেই সফল যাদের অনেকই আবার গোল্ডেন মেম্বার। এদের মধ্যে বাংলাদেশের গোল্ডেন মেম্বারও বিদ্যমান আছে।
 এরকম আরেকটি ভাল মানের সাইট হচ্ছে neobux। এখানেও অনেক বাংলাদেশী কাজ করছে সফলতার সাথে। সকল প্রকার নিয়ম-কানুন onbux এর মতই তবে এ্যাড দেখার ক্ষেত্রে উপরের ৬ নম্বর নিয়মের মত কোন প্রকার abcd যুক্ত লেখা আসবে না। কাজ করতে ইচ্ছে হলে এক্ষুনি রেজিষ্ট্রেশন করে নিন দুটি সাইটেই।
বি:দ্র: এক মাস এবং ১ ডলার উপার্জনের পূর্বে কোন প্রকার রেফারেল করবেন না।

এডসেন্স এড তো আর বাংলা ব্লগে ব্যাবহার করতে পারবেন না তাই বাংলা ব্লগে এড দেয়ার জন্য তৈরী হল বাংলাদেশী অনলাইন এডভার্টাইজিং প্রতিষ্ঠান

যারা বাংলা ভাষায় ব্লগিং করেন। তারা তাদের ব্লগে এড বসানোর কোন সুযোগ পান না যেমনটা পাওয়া যায় ইংরেজী ব্লগে। আর এর মূল কারন হল গুগলের এডসেন্স প্রোগ্রাম যে ভাষাগুলোকে আনুমোদন দিয়েছের তার মধ্যে নেই বাংলা। :( আর এজন্য বাংলায় যারা ব্লগিং করেন তারা নিঃস্বার্থভাবেই লিখে যাচ্ছেন। তবে এ দুঃখ কিছুটা হলেও ঘুচানোর জন্য এবং বাংলা ব্লগের লেখকদের পাশে দাড়িয়ে তাদেরকে বাংলা ব্লগিংয়ে উৎসাহ প্রদান করতে তৈরী হল বাংলাদেশী অনলাইন এডভার্টাইজিং প্রতিষ্ঠান Poishakori.com

কি কি এড থাকছে এতে?

সবচেয়ে বড় সুবিধা যেটা এখানে আছে তা হল এখানে ওয়েব এবং মোবাইল উভয় ধরনের সাইটের জন্যই এড পাওয়া যাবে। ওয়েব এডকে এখানে ডেস্কটপ এড এবং মোবাইল সাইটের এডকে ওয়াপ এডের ক্যাটাগরিতে রাখা হযেছে। এখানে উল্লেখ্য এডসেন্স বাংলাদেশী পাবলিশারদের ওয়াপ এড দেয় না। ওয়েবের জন্য নিম্নোক্ত আকারের এডগুলো পাওয়া যাবেঃ

কেমন এখানে থাকছে সিপিসি?

এখান থেকে যেসব পাবলিশাররা এড ব্যাবহার করবেন এখানে তাদের স্বাঃর্থই আগে দেখা হবে এড শো করার ক্ষেত্রে। আর এজন্য আপনার সাইটের জন্য যে এডগুলো দেখানো হবে তার মধ্যে সর্বপ্রথমে সবচেয়ে দামী এডটাই শো করা হবে। তাই পাবলিশারদের প্রতিটি ক্লিকেই সর্বাপেক্ষা ভালো সিপিসি পাওয়ার সম্ভাবনা থাকছে।

একাউন্ট এপ্রুভ হবার সম্ভাবনা কেমন?

পাবলিশাররা তাদের সাইটের জন্য রেজিষ্ট্রেশন করলে অটো এপ্রুভাল পাবেন শুরুর দিকে। তবে এডভার্টাইজাররা এপ্রুভাল পেলেও এড দেয়ার ক্ষেত্রে ঐ ডিপার্টমেন্টের থেকে এড এপ্রুভ না হওয়া পর্যন্ত তার এড শো হবে না। এডের মান বজায় রাখার জন্যই মূলত এ ব্যাবস্থা নেয়া হযেছে।

গ্রামীনের আইপি নিয়ে সমস্যা?

গ্রামীনের আইপি নিযে যে সমস্যায় পড়েন বাংলাদেশী এড পাবলিশাররা এখানে যদি রেন্ডমলি ইনটেনশনালী ক্লিক না হয় তবে কতৃপক্ষ এটা বোঝার চেষ্টা করবে। তাই এ ব্যাপারটিতে নিশ্চিন্তে থাকতে পারেন।

পেমেন্ট কিভাবে দেয়া হবে?

এখানে পেমেন্ট আপনি ইচ্ছে করলে পেপ্যাল, চেক এমনকি সরাসরি আপনার ব্যাংক একাউন্টেও পেতে পারেন। আর ব্যাংক চেক যে দেয়া হবে তাও লোকাল ব্যাংকের চেক তাই ইনস্ট্যান্ট ক্যাশ করতে পারবেন। এমনকি আপনি এই অফিস থেকে সরাসরি ক্যাশ টাকাও নিতে পারেন। তবে শুধুমাত্র ডাকযোগে চেক পাবার ক্ষেত্রে ৫০ টাকা চার্জ বাটা হবে।

কি পরিমান টাকা হলে আপনি পেআউট করতে পারবেন?

পেপ্যাল হলে মাত্র ১০ ডলারেই আপনি পেআউট করতে পারবেন। তবে চেক বা ব্যাংক ডিপোজিটের জন্য ৫০ ডলার হতে হবে।

ব্যান হবার সম্ভাবনা কেমন?

আপনি যদি ইনভ্যালিড কিছু না করেন তবে এখানে আপনার ব্যান হবার সম্ভাবনা খুবই কম। আর যদি এমন কিছু করেনও তবে প্রথমবারে আপনাকে শুধু সতর্ক করে দেয়া হবে এরপর কিছু আবার কিছু করলে সেক্ষেত্র ব্যান হতে পারেন। আর ব্যান হবার পরও যদি আপনি প্রমান করতে পারেন যে আপনি এমন কিছু করেন নাই তবে আবারো রিএকটিভ হতে পারে আপনার একাউন্ট। এমন কি এ ব্যাপারে আপনি সরাসরি অফিসে উপস্থিত হয়েও কনসালটেন্টের সাথে কথা বলতে পারেন।

এ প্রতিষ্ঠানটি কাদের?

এই প্রতিষ্টানের এডমিন হচ্ছে একটি স্বনামধন্য আইটি ফার্ম যাদের বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে নিজস্ব অফিস আছে। এজন্য পেমেন্ট নিয়েও কোন সন্দেহের কারন নাই। তাই নিশ্চিন্তে এই এড ব্যাবহার করতে পারেন আপনার সাইটে।

Earn by Adbrite

http://alherabd.com/alhera3/images/stories/Thumadbritepng.pngআমরা অনেকেই ব্লগিং সম্পর্কে জানি আর এও জানি যে ব্লগে এ্যাডসেন্স ব্যবহার করে অনলাইন থেকে উপার্জন করা যায় ডলার। আর এজন্য সবচেয়ে জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত মাধ্যম হচ্ছে গুগল এ্যাডসেন্স। গুগল এ্যাডসেন্স সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। হ্যাঁ সত্যিই তাই, তবে সাইটে যথেষ্ট ইউনিক কন্টেন্ট না থাকলে এ্যাডসেন্সের একাউন্ট এপ্রুভ নাও হতে পারে। যতদিন এপ্রুভ না হয়, তাদের জন্য একটি মানসম্পন্ন বিকল্প সাইট হতে পারে www.adbrite.com। এটি একটি নির্ভরযোগ্য পিপিসি সাইট। সাইটটি থেকে পেমেন্ট পাওয়ার অনেক প্রমান আমরা পেয়েছি। এছারা, বিভিন্ন নামী/দামী ফোরামে গিয়ে এ বিষয়ে সত্যতা যাচাই করতে পারেন। বিশ্বের টপ লেভেল মানি মেকিং ফোরাম http://forums.digitalpoint.com এ ভিজিট করে adbrite লিখে সার্চ দিলেই এ সম্পর্কিত ডিসকাশন স্টাডি করলেই এটির নির্ভরযোগ্যতা নিয়ে অনেক কমেন্টস পেয়ে যাবেন। গুগল এ্যাডসেন্সের মত এখানেও করতে হবে রেজিষ্ট্রেশন এবং সংগ্রহ করতে হবে এ্যাডের জন্য নির্ধারিত কোড। এখানে সবচেয়ে বড় সুবিধা হল সফল রেজিষ্ট্রেশনের মাধ্যমে এ্যাড ব্যবহারের জন্য খুব একটা ঝামেলা পোহাতে হয় না। পাশাপাশি উত্তোলন করা যায় মাত্র ৫ এর উপরে যেকোন পরিমান অর্থ তবে উত্তোলনের প্রক্রিয়া হবে গুগল এ্যাডসেন্সের মতই চেকে আর চেকটির কারেন্সি হবে ডলারে।
adbritechk
প্রয়োজনীয় মনে হলে একজন পাবলিশার হিসেবে রেজিষ্ট্রেশন করে নিন আজই। পরবর্তীতে লগ ইন করে সাইটে প্রবেশ করুন এবং ড্যাসবোর্ডের কমান্ডগুলো অনুসরনের মাধ্যমে সংগ্রহ করুন এ্যাডের জন্য নির্ধারিত কোড। এবার কোডগুলো বসিয়ে দিন আপনার সাইটের নির্ধারিত স্থানে। ব্যাস, এখন থেকে চেষ্টার মাধ্যমে বাড়িয়ে ফেলুন সাইটের ভিজিটরের পরিমান আর মাঝে মধ্যে চেক করুন আপনার একাউন্ট ব্যালেন্স যা পাবেন ড্যাসবোর্ডের পাশেই।
সকলের শুভকামনায় বিদায় নিচ্ছি...